হ্নীলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃ*ত্যু

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ সন্তানের জনক এক নির্মাণ শ্রমিকের হাসপাতালে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন ধরনের আপত্তি না থাকায় প্রশাসনের উর্ধ্বতন মহলের অনুমতি স্বাপেক্ষে দাফনের প্রস্তুতি চলছে।

২৯এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মরহুম ডাঃ রুস্তম আলীর বাড়িতে নির্মাণ মিস্ত্রী নুর হোছনের নেতৃত্বে ৩জন ভাইব্রেটর চালিয়ে বেইজ ঢালাইয়ের কাজ শেষ করে। চলে আসার জন্য মালামাল কুড়িয়ে নেওয়ার সময় অসাবধানতাবশত ভাইব্রেটরের তারে লেগে বৈদ্যুতিক শক লাগে। তাকে দ্রæত উদ্ধার করে হ্নীলা হাসপাতালে নেওয়া হয়। সেখান হতে উন্নত চিকিৎসার জন্য মোচনী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য লেদা আইএমও হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টারদিকে হ্নীলা মইন্যার জুমের আবুল হোছনের পুত্র এবং ৩সন্তানের জনক ঈমান হোছন (২৫) কে মৃত ঘোষণা করে।

হ্নীলা নির্মাণ শ্রমিকের সভাপতি কবির আহমদ জানান, কাজ শেষে ফিরে আসার প্রস্তুতিকালে দৈব-দূঘর্টনা ঘটে। তাকে বাঁচানোর চেষ্টায় কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরও বাঁচানো সম্ভব হয়নি।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান,কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হতে এক নির্মাণ শ্রমিক মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন ধরনের আপত্তি না থাকার বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। আশাকরি প্রশাসন তদন্ত স্বাপেক্ষে মৃতদেহ দাফনের অনুমতি প্রদান করবেন। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ###