সাদ্দাম হোসাইন : হ্নীলায় এক রিক্সাচালক দরিদ্র পরিবারের দুই মেয়ের জননী গৃহবধু জটিল লিভার রোগে আক্রান্ত হয়ে এখন মৃত্যু পথ যাত্রী। সে দুই অবুঝ শিশুর ভবিষ্যতের দিকে চেয়ে আপনাদের দোয়া, ভালবাসা ও সহায়তায় বাঁচতে চায়।
জানা যায়,দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা হ্নীলা মৌলভী বাজারস্থ আলী আকবর পাড়ার রিক্সা চালক জকির আহমদের স্ত্রী রহিমা খাতুন (৩২) দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থায় ভোগছেন। রিক্সা চালক স্বামী বসত-ভিটা বিক্রি করে স্ত্রীর চিকিৎসা করে এখন অপরের ঘরের বারান্দায় রাত-যাপন করছে। প্রায় বছর খানেক আগে রহিমার জটিল লিভার রোগ ধরা পড়ে। এখন স্বামীর অপারগতায় সে বাড়িতে বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় রয়েছে। তাদের সংসারে মোহছেনা (৯) ও রিয়ামনি (৬) নামের ২টি মেয়ে রয়েছে। বড় বোন গাউছিয়া মাদ্রাসায় এবং ছোট বোন আলী আকবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়েন। অসুস্থ রহিমা চিকিৎসা সহায়তার জন্য প্রবাসী, বিভিন্ন উন্নয়ন সংস্থা, এলাকার জন প্রতিনিধি, দানবীর, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজসেবকদের নিকট বাঁচার আকুতি জানিয়ে দুই মেয়েদের জন্য ভালবাসা স্বরূপ সকলের নিকট চিকিৎসা সহায়তা নিয়ে বাঁচতে চায়। কোন সুহৃদবান ব্যক্তি চাইলে অসুস্থ রহিমার ব্যবহৃত মুঠোফোন নং-০১৯৮৭-৮১৯৮১৭ নাম্বারে কথা বলে সহায়তা পাঠাতে পারেন।
রিক্সা চালক স্বামী জকির বলেন,আমি অবুঝ দুই শিশু মেয়ের দিকে তাকিয়ে বসত-ভিটা বিক্রি করে নিঃস্ব হয়েছি। এখন রিক্সা চালিয়ে সংসার চালাতে পারছিনা তাই আমার অসুস্থ স্ত্রী রহিমার চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছিনা। আমার দুই মেয়ের ভবিষ্যতের জন্য আমি দেশের সর্বস্তরের মানুষের নিকট ভিক্ষা করে আমার স্ত্রীর জন্য চিকিৎসা সহায়তা কামনা করছি।
স্থানীয় ইউপি মেম্বার বশির আহমদ জানান, আমার এলাকার রিক্সা চালক জকির অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য সর্বস্ব হারিয়ে আজ রিক্সা চালক। আমি ব্যক্তিগত পক্ষ থেকে যতদূর সম্ভব চিকিৎসা সহায়তা প্রদান করব। পাশাপাশি প্রবাসীসহ এলাকার সর্বস্তরের মানুষের প্রতি এই অসহায় মহিলার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
এলাকাবাসী মানবিক কারণে জটিলরোগে অসুস্থ এই মহিলার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান। ###