হোয়াইক্যং হতে এক সপ্তাহ ধরে নিখোঁজ নোয়াখালীর শিশু রাসেল

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শাহীন শাহ, টেকনাফ :
টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার হতে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে শিশু মোঃ রাসেল (১৩)। সে নোয়াখালী জেলার চাটখীল আবুত্রাব এলাকার ফেরীওয়ালা আরিফ হোসেনের ছেলে। জানা গেছে, শিশুটি ফেরীওয়ালা পিতার সাথে শখ করে রোহিঙ্গা দেখতে আসে। পিতা আরিফ ফেরীওয়ালা করে হোয়াইক্যং বাজারে। সে সুবাধে ১৪ অক্টোবর ছেলেকে সাথে নিয়ে দিনের বেলায় বাজারে কসমেটিক্স বিক্রি করে পিতা আরিফ। রাতের বেলায় ঘুমাতে যাবে এমন সময় ছেলে হোয়াইক্যং বাজার থেকে উধাও হয়ে যায়। তখন থেকে সম্ভাব্য স্থানে অনেক খুঁজাখুজি করে পুত্রকে না পেয়ে পিতা সুখে মুহ্যমান। হতাশ ও অসহায় হয়ে ১৯ অক্টোবর টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যার নং ৮৮০। নিখোঁজ আরিফ আবুত্রাব সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের পিএসসি পরীক্ষার্থী।