হোয়াইক্যং ফাঁড়ী পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবাসহ আটক-৩

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ : হোয়াইক্যং ফাঁড়ী পুলিশের সদস্যরা এসআই মো. বোরহান উদ্দিন ভুইয়ার নেতৃত্বে হোয়াইক্যং লম্বাবিল তেচ্ছী ব্রিজ এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারীকে আটক করেছে।
ধৃত মাদক কারবারীরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন গুদারবিল এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুর রহিম(৪৭),হ্নীলা রঙ্গীখালী এলাকার আলী হোসেনের ছেলে,সোহেল রানা(২২),টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার আমিন ড্রাইভারের ছেলে,মোঃ জাবেদ(২০)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান,
ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।