হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে ব্যাগ ভর্তি ইয়াবাসহ রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

হুমায়ূন রশিদ : কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ব্যাগ ভর্তি ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গতকাল ৭ এপ্রিল বিকাল সোয়া ৪টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে প্রধান সড়কে অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়া উপজেলার পশ্চিম কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/২ এর বাসিন্দা সলিমুল্লাহর পুত্র শাহ আলম (৩৭) কে একটি ছেলেদের স্কুল ব্যাগসহ আটক করে। উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশী করে ১৯হাজার ৯শ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###