হোয়াইক্যং নয়াপাড়ার রাজমিস্ত্রী মোস্তাকের চিকিৎসা তহবিলের টাকা হস্তান্তর

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১ বছর আগে

বার্তা পরিবেশক : রাজমিস্ত্রীর কাজ করতে গিয়েই ছাঁদ থেকে পড়ে মেরুদন্ড ভেঙ্গে গুরুতর আহত হয়ে দেড় বছর ধরে মৃত্যুর শষ্যায় থাকা মোস্তাকের চিকিৎসা সহায়তার জন্য গঠিত মানবিক ফান্ডের টাকা হস্তান্তর করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

১১অক্টোবর দুপুরে মানবিক ফান্ডের আহবায়ক আবছার উদ্দিন ও সদস্য সচিব মোহাম্মদ হোছাইনের নেতৃত্বে ছৈয়দ আলম, ফয়েজ উল্লাহ, শাহজালাল, মাহফুজুর রহমান ও মৌঃ আব্দুল জাব্বারের সমন্বয়ে একটি দল হোয়াইক্যং নয়াপাড়ার নুর হোছনের পুত্র মোস্তাকের বাড়িতে গিয়ে দেশী-প্রবাসী এবং শুভাকাংখীদের আন্তরিকতায় চিকিৎসা সহায়তার জন্য সংগৃহিত টাকা হতে প্রাথমিকভাবে ২০হাজার টাকা হস্তান্তর করেন। বিকালেই আহত মোস্তাক ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তির জন্য রওয়ানা করেছে।

মানবিক ফান্ডের আহবায়ক আবছার উদ্দিন জানান,দরিদ্র পরিবারের মোস্তাক দীর্ঘ দেড়বছর আগে রাজমিন্ত্রীর কাজ করতে গিয়েই ছাঁদ থেকে পড়ে গুরুতর আহত হয়। আর্থিক সংকটের কারণে চিকিৎসা না পেয়ে বাড়িতে যন্ত্রণার সাথে ধুঁকে ধুঁকে দিন কাটাচ্ছে। তার চিকিৎসার জন্য প্রায় ৭লাখ টাকা দরকার। একটি জীবন আর একটি পরিবারকে বাঁচাতে দেশী-প্রবাসী দানবীর, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বিত্তশালীসহ সকলের সকলের আন্তরিক সহায়তা দরকার। আমরা সকলের সহায়তা বেঁচে যেতে পারে একটি জীবন আর একটি পরিবারের সকলের স্বপ্ন। কোন শুভাকাংখী সাহায্য পাঠাতে চাইলে বিকাশ নাম্বার-০১৮৫৬-৩২৮৫৪০-এ পাঠাতে পারেন। ##