বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার ৩নং এবং ৪নং সাংগঠনিক ওয়ার্ড শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আগামীতে আওয়ামী সরকার বিরোধী আন্দোলনকে আরো বেগবান করতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে টেকনাফ থেকে সরকার বিরোধী আন্দোলন শুরু করার আহবান জানানো হয়েছে।
৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হোয়াইক্যং দক্ষিণ শাখার সাংগঠনিক ৩নং এবং ৪নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সভা নয়াবাজার ষ্টেশনে হোয়াইক্যং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল কবির রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
হোয়াইক্যং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক মৌঃ ফেরদৌসের পবিত্র কোরআন তেলোয়াত এবং সদস্য সচিব রফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্নআহবায়ক জাহেদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সদস্য জুনাইদ আলী চৌধুরী। প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপি সভাপতি সাবেক মেম্বার আলী আকবর, হ্নীলা উত্তর শাখা বিএনপি সভাপতি সাবেক মেম্বার আলী আহমদ, বিশেষ বক্তা ছিলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক, বিশেষ অতিথি ছিলেন হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন নুরী, সাংগঠনিক সম্পাদক আবু তালেব।
বক্তব্য রাখেন হোয়াইক্যং ৩নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি নুর কবির, ৩নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল কবির, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক রিফাত মোহাম্মদ জাকারিয়া, হোয়াইক্যং উত্তর শাখা যুবদলের আহবায়ক আব্দু কুদ্দুস, দক্ষিণ শাখা যুবদলের সদস্য সচিব আনোয়ার, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের, হোয়াইক্যং উত্তর শাখা যুবদলের সদস্য সচিব মানিক মিয়া, হ্নীলা উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসেম, হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের যুগ্নআহবায়ক সাদ্দাম হোসেন, টেকনাফ উপজেলা ছাত্রদলের সদস্য সাইদুল ইসলাম, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ, হোয়াইক্যং দক্ষিণ শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন, নয়াবাজার উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক ফারুক কামাল আরিয়ান,হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদল নেতা মোঃ ইসমাইল, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ আহমেদ ও ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান সিকদার প্রমুখ।
উক্ত সাংগঠনিক সভায় বক্তারা বলেন,এদেশের সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে হলে তারেক জিয়ার আহবানে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাড়া দিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া আর রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দূর্বার আন্দোলন গড়ে তুলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে ফেরতে হবে। সেজন্য জাতীয়তাবাদী পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষকে সুসংগঠিত করার আহবান জানানো হয়। ###