হোয়াইক্যং ইউপির শাহ আলম মেম্বারের মাহে রমজানের শুভেচ্ছা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় হোটেল-রেস্তোঁরা বন্ধ রেখে প্রকাশ্যে পানাহার থেকে বিরত থাকার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ও হোয়াইক্যং ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার শাহ আলম। তিনি পবিত্র মাহে রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ভোগ-বিলাস ত্যাগ করে স্থানীয় অসহায়-গরীব সাধারণ মানুষের নিকট সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য বিত্তবানদের নিকট আহবান জানান এবং রোজাদার ভাই-বোনদের প্রতি শুভেচ্ছা জানিয়েছে।

এই মাসে এক শ্রেণীর মানুষ অনৈতিকভাবে আয়ের জন্য অসততার পথে পা দেয়। যা খুবই দুঃখজনক। এক শ্রেণীর ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে গরীব মানুষের ভোগান্তি সৃষ্টি করে। যা সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোনে বড়ই গর্হিত কাজ! এটা চরম অপরাধ! তাই মাহে রমজানে যারা নিত্যপণ্যের মূল্য বাড়ায় তাদের এই গর্হিত কর্মকাণ্ড কঠোর হাতে দমনের আহবান জানাচ্ছি।

এ মহিমান্বিত মাসে আল্লাহ্-পাক পবিত্র কোরআন নাজিল করেন! যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পরিপূর্ণ জীবন বিধান! এই জীবন বিধানের আলোকে পবিত্র রমজান মাস আমাদের দেশের মানুষের জন্য আত্ম-ত্যাগ ও সংযমের মহিমায় সমুজ্জ্বল হোক! দেশের মানুষের জন্য সকল কল্যাণ বয়ে আনুক এই প্রত্যাশা রইল।