হোয়াইক্যংয়ে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের হোয়াইক্যংয়ে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

জানা যায়, ১২ মে বিকাল পৌনে ৫টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উত্তর পাশে প্রধান সড়কে অবস্থান নিলে ৩জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে হোয়াইক্যং ঊনছিপ্রাংস্থ রইক্ষ্যং এলাকার আলী আকবরের পুত্র মোঃ মোক্তার হোসেন (২০) কে আটক করে। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১৯হাজার ৯শ ১০পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###