হোয়াইক্যংয়ে ভূট্টা ক্ষেতে কর্মরত অবস্থায় বন্য হাতির হামলায় এক কৃষক মৃত্যুর সাথে লড়ছে

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : সীমান্ত জনপদ টেকনাফের পাহাড়ি জনপদে ক্ষেতে কাজ করার সময় বন্য হাতির হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে।
সুত্র জানায়, গত ২০ডিসেম্বর বিকাল ৫টারদিকে উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাংস্থ রইক্ষ্যংয়ের ইউছুপ আলীর পুত্র এবং ৭ ছেলে ও ৩ মেয়ের জন নুরুল আমিন ওরফে মনিয়া (৪৫) পার্শ্ববর্তী বাদুবইন্যা ঘোনায় নিজ ভূট্টা ক্ষেতে কাজ করছিল। এসময় অসাবধানতাবশত একটি বন্য হাতি এসে শুঁড় দিয়ে মনিয়াকে ধরে ছুটে মারার পর পা দিয়ে পিষ্ট করে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। এতে মনিয়ার হাতের ৩টি আঙ্গুল ছিঁড়ে পড়ে যায় এবং ১টি পা অবশ হয়ে যায়। তাকে ‌দ্রুত উদ্ধার করে পুটিবনিয়া ক্যাম্প হাসপাতালে নেওয়া হয়। সেখান হতে বালুখালী হাসপাতালে রেফার করা হয়। অবস্থায় বেশী গুরুতর হওয়ায় বালুখালী হতে কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে মনিয়া উক্ত হাসপাতালে মুমূর্ষাবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এখনো থেমে থেমে রক্ত বমি হচ্ছে।
আহতের স্ত্রী জাহেদা বেগম জানান, তারা চরম আর্থিক সংকটের মধ্যে যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেনা। তিনি হৃদয়বানদের সহায়তা কামনা করেছেন।
হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ক্ষেতে কাজ করার সময় বন্য হাতির আক্রমণের মনিয়া রক্তাক্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করার সত্যতা স্বীকার করেন। দরিদ্র কৃষকের আর্থিক সংকটের কারণে চিকিৎসা ব্যাহত হওয়ার ব্যাপারে চরম উদ্বেগ প্রকাশ করে তিনি সকলের আন্তরিক সহায়তা কামনা করেন। ##