হোয়াইক্যংয়ে ভাইয়াদের দখলে চলছে ইয়াবা বাণিজ্য শীর্ষক সংবাদের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক :: গত ১লা জুন জেলা থেকে প্রচারিত দৈনিক আমাদের কক্সবাজারসহ বিভিন্ন সংবাদ মাধ্যম ও অনলাইন পত্রিকায় প্রকাশিত “হোয়াইক্যংয়ে ভাইয়াদের দখলে চলছে ইয়াবা বাণিজ্য” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। চলমান মাদক বিরোধী অভিযানে প্রশাসনকে ভূল তথ্য দিয়ে উক্ত সংবাদে স্থানীয় স্বার্থান্বেষী মহল ও রাজনৈতিক প্রতিপক্ষ আমাদের পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস চালিয়ে সমুহ ক্ষতি করার অপচেষ্টা চালাচ্ছে। সংবাদে উল্লেখিত টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড নয়াবাজার সাতঘরিয়া পাড়ার আমি মোঃ আলম বাবুল, বড় ভাই জাফর আলম জানু, ছোট ভাই মাওলানা বদিউল আলম ও হাফেজ জাহাঙ্গীর আলম ঐতিহ্যবাহী মাতবর ও সিকদার পরিবারের সদস্য। স্বাধীনতা পূর্ব থেকে আমাদের পরিবারটি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তাছাড়া আমার পর দাদা ও বাবাসহ বংশ পরম্পরায় সকলে এলাকায় জমিদারীত্ব করে আসছে বিধায় আমরা পৈত্রিক সুত্রে ভূ-সম্পদের মালিক। সুতরাং হঠাৎ করে আলাদীনের চেরাগ বনের যাওয়ার বিষয়টি বড়ই হাস্যকর। সংবাদে আমি ও আমার ভাইদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইয়াবা ব্যবসায় জড়িয়ে হয়রানির চেষ্টা চালানো হয়েছে। জামায়াত-বিএনপির প্রেতাতœারাই উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব অপ-প্রচার চালাচ্ছে বলে আমাদের ধারণা। আমরা উক্ত মানহানি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত পক্ষে আমরা কোন ভাই রাষ্ট্রদ্রোহী ইয়াবা ব্যবসায় জড়িত নই। আমার বড় ভাই জাফর দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে দেশে এসে কৃষি কাজ করে দিনাতিপাত করার পাশাপাশি নয়াবাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ১নং অভিভাবক সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি মোঃ আলম বাবুল ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লবণ ব্যবসাায়ী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গরু-মহিষ ও ছাগলের খামার ব্যবস্থাপনা, মৎস্য প্রকল্প এবং রড-সিমেন্টের ব্যবসা করে আসছি। অপর ছোট দুই ভাই মৌলানা বদি উল আলম বিবিএ মাষ্টার্স করে ঢাকায় ব্র্যাক ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে। অপর ছোট ভাই হাফেজ জাহাঙ্গীর আলম কৃষি ডিপ্লোমা নিয়ে পড়াশুনার পাশাপাশি চট্টগ্রাম সানিং সান মাধ্যমিক স্কুলে শিক্ষকতা ও একটি জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছে। সবার বড় মাষ্টার ফরিদুল আলম হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। এমতাবস্থায় এ রকম একটি ঐতিহ্যবাহী পরিবারের সদস্যরা ইয়াবা ব্যবসায় জড়িত হওয়ার প্রশ্নই আসেনা। স্থানীয় জামায়াত-বিএনপির প্রেতাতœা ও রাজনৈতিক প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে আমাদের সামাজিক ও বংশগত উত্থানকে সহ্য করতে না পেরে এসব অপ-প্রচার চালাচ্ছে। এই ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ভিত্তিহীন অপ-প্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী :
মোঃ আলম বাবুল
পিতা-মীর আহমদ সিকদার
সাতঘরিয়াপাড়া, হোয়াইক্যং, টেকনাফ।