বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যং বন্য হাতির উৎপাত থেকে চাষাবাদকৃত ধান রক্ষার জন্য পাহারা দিতে গিয়েই স্বশস্ত্র বনদস্যুদের হাতে ৩জন পাহারাদার অপহরণের শিকার হয়েছে।
জানা যায়, ২৯ এপ্রিল রাত ৮টারদিকে উপজেলার হোয়াইক্যং পশ্চিম মিনা বাজার ঘোনা পাড়ায় বিশেষ টং তৈরী করে বন্য হাতির তান্ডব থেকে ক্ষেত ও ধান চাষাবাদ রক্ষার জন্য স্থানীয় মৌলভী আবুল কাশেমের পুত্র আখতার উল্লাহ (২৫),মুহাম্মদের পুত্র মোঃ শাহেদ(২৬) ও আবুল হাশেমের জামাতা মুহাম্মদ ইদ্রিস (৩০)পাহারা দিচ্ছিল। হঠাৎ ১৫/২০জনের স্বশস্ত্র একটি দল এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে অপহৃতদের পরিবারে আতংক ও কান্না শুরু হয়।
স্থানীয় ইউপি মেম্বার শাহ আলম বলেন, অপহৃতদের পরিবার সুত্রে উপরোক্তরা স্বশস্ত্র পাহাড়ি বনদস্যুদের হাতে অপহরণের শিকার হয়।
উল্লেখ্য, কিছুদিন পূর্বেও এই অপহরণকারী চক্র দুইজনকে অপহরণ করে অমানবিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেয়।
স্থানীয়দের ধারণা, অপহরণকারীরা শালবাগান, নয়াপাড়া, লেদা এলাকায় হতে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের মুখে নিরুপায় হয়ে এসব এলাকার পাহাড়ের দূর্গম পয়েন্টে অবস্থান নিয়ে স্থানীয় কিছু দূর্বৃত্তদের সহায়তায় অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য চালিয়ে আসছে।