টেকনাফ প্রতিনিধি : হোয়াইক্যংয়ে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতাদের স্মরণে আলোচনা সভা করা হয়েছে। ৩ নভেম্বর বিকেল ৩ টায় বাংলাদেশ আওয়ামী লীগ হোয়াইক্যং ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের আহŸায়ক হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে যুগ্ন আহŸায়ক মাষ্টার ফরিদুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সৈয়দ হোসেন সিকদার, ১ নং ওয়ার্ডের সভাপতি নুরুল আমিন সিকদার, ২ নং ওয়ার্ড সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, ৮ নং সাধারণ সম্পাদক আহমদ হোসেন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সৈয়দ হোসেন,ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল জাহেদ লিটন প্রমূখ। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আজীবন ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতাদের জেলখানায় নির্মমভাবে হত্যা করে পৃথিবীতে খারাপ নজির স্থাপন করে পাকিস্তানি দোসররা। অথচ কারাগার বা জেলখানায় খারাপ মানুষেরও নিরাপদ স্থান। সেই রকম স্থানে জাতীয় নেতাদের হত্যা করে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল।