টেকনাফের হোয়াইক্যংয়ে নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শাহীন শাহ, টেকনাফ :
টেকনাফের হোয়াইক্যংয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৩ জুন রবিবার সকালে হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও কেক কেটে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

র‌্যালি পরবর্তী এক আলোচনা সভা সকাল সাড়ে ১০ টায় হোয়াইক্যং কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে নুরতাজুল মোস্তফা শাহীন শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এ সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক মাষ্টার ফরিদুল আলম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য যথাক্রমে আব্দুর রহিম লালু, আজিজুল হক, কামাল উদ্দিন বাচু, নুরুল আমিন, এনামুল হক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জালাল উদ্দিন, সৈয়দ হোসেন সিকদার, দেলুয়ার হোসেন দিলু, নুরুল আমিন, আজিজুর রহমান, আবুল মনজুর, আক্তার হোসেন, মোঃ ইসমাইল, মোঃ ইদ্রিস, যুবলীগ সভাপতি ফরিদুল আলম জুয়েল, সহ সম্পাদক সৈয়দ হোসেন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন সিকদার, ২ নং ওয়ার্ড সাঃ সম্পাদক আবু তাহের, ৪নং সভাপতি মোহাম্মদ আলম, সম্পাদক রশিদ আহমদ, ৫ নং সভাপতি কামাল উদ্দিন বাচু, সম্পাদক নুরুল আমিন, ৬ নং সাধারণ সম্পাদক শামসুদ্দিন, ৭ নং ভারপ্রাপ্ত সভাপতি তালেব আলী সিকদার, ভারপ্রাপ্ত সম্পাদক হাজ্বী আব্দু সামাদ, ৮ নং সভাপতি মমতাজ বেগম, সম্পাদক আহমদ হোসেন, ৯ নং সভাপতি নুর আহমদ ডিলার কৃষক লীগের উপজেলা সাধারণ সম্পাদক আমান উল্লাহ, ছাত্রলীগ নেতা মাসুক শাহরিয়াদ মাসুক, জামাল উদ্দিন জামাল, রুহুল আমিন প্রমূখ।
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম দল আওয়ামী লীগের উতপত্তি, বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সর্বশেষ সভানেত্রী শেখ হাসিনার সফলতা উল্লেখ করে সভায় বক্তারা বলেন, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনদের সাথে নিয়ে বিশ্বনেতা শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে চলে তাঁর হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সকল নেতাকর্মীদেরকে ইউনিয়নকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ব্যানার, ফেস্টুন সম্বলিত র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
প্রেরক ঃ