হোয়াইক্যংয়ে পাহাড়ি ঘোনায় কর্মরত দুই রোহিঙ্গাসহ ৯ কৃষক অ*প*হৃ*ত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হোয়াইক্যং এলাকায় পাহাড়ি ঘোনায় কর্মরত অবস্থায় স্থানীয় ৭জন ও ২জন রোহিঙ্গাসহ মোট ৯জন কৃষক পাহাড়ি দূবৃর্ত্ত দলের হাতে অপহরণের শিকার হয়েছে।

জানা যায়, ২নভেম্বর সকাল সাড়ে ৮টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউপির কাঞ্জর পাড়ারস্থ করাচি পাড়া পাহাড়ি ঘোনায় ক্ষেতে কাজ করার সময় স্থানীয় নুরুল ইসলামের পুত্র আনোয়ার, বাঁচা মিয়ার পুত্র গিয়াস উদ্দিন, জালাল আহমদের পুত্র বেলাল উদ্দিন, আবুল হোছনের পুত্র আবু বক্কর, নুরুল আলমের পুত্র মুহাম্মদ আলম, আজিজুর রহমানের পুত্র কফিল ও নুরুল হোছাইন এবং অজ্ঞাত ২জন রোহিঙ্গাসহ ৯জন কৃষককে পাহাড়ি অপহরণকারী চক্রের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায় বলে স্থানীয় আবুল হাশেম স্বীকার করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের উদ্ধারের জন্য মুক্তিপণ দাবী করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী সাংবাদিকদের বলেন, স্থানীয় ৭ জন অপহরণ হয়েছে বলে শুনলাম, পাহাড়ে ক্ষেত খামারে কাজ করার সময় তাদেরকে অপহরণকারীরা ধরে নিয়ে যায়। আমি বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে আমাকে জানিয়েছেন। ###