বিশেষ প্রতিনিধি, হোয়াইক্যং :
টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জানা যায়, ২৬জুন বিকালে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি এসআই মোহাম্মদ নাজিম উদ্দিন সর্ঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হোয়াইক্যং খারাইগ্যাঘোনার মৃত এজাহার মিয়ার ছেলে আলী আহমদ (৪৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের পাশাপাশি নানা অপরাধে সম্পৃক্ত বলে পুলিশের দাবী করেছে ।
এদিকে এই মাদক চোরাকারবারীকে ছাড়িয়ে নেওয়ার জন্য চিহ্নিত কতিপয় মহল অনেক দেন-দরবার চালালেও পুলিশের আপোষহীন মাদক বিরোধী অভিযানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।স্থানীয়ভাবে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে আটক ব্যক্তি পুরনো মাদক চোরাকারবারী তবে এখন টাকা-পয়সা হারিয়ে পথে বসেছে।
পুলিশের আইসি নাজিম উদ্দিন জানান,মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় চিহ্নিত মাদক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে রাতে মাদক উদ্ধারে অভিযান চালানো হবে। উল্লেখ্য, আলী আহমদ যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী। বর্তমানে উক্ত মামলায় জামিনে রয়েছে। তার বিরুদ্ধ,হত্যা, ডাকাতি,অপহরণ সহ মাদকের মামলা রয়েছে।
