বাহরুল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল আমিনের সহধর্মীনি মরহুমা শামসুন নাহারের ১৯ তম মৃত্যু বার্ষিকী আজ। তিনি ১৪১৯ হিজরী ৩ শাবান মাগরীবের নামাজ পড়ার জন্য জায়নামাযে দাড়ানো অবস্হায় পড়ে গিয়ে মৃত্যু বরণ করেন। ৪ শাবান সকাল দশটায় বাহরুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে জানাযা শেষে সিকদারীয়া জামে মসজিদের পাশে কবরস্থানে দাফন করা হয়।
শামসুন নাহার হোয়াইক্যং ইউনিয়নের ৩৬ বছরের চেয়ারম্যান জাফর আলী চেয়ারম্যানের ২য় ছেলে আবদুল জলিলের প্রথম কন্যা। সে বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসারর প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আলি মিয়ার পুত্রবধু।
আজ তার ১৯ তম মৃত্যু বার্ষিকীতে আত্মীয় – স্বজন – পরিচিতজন এবং শুভাকাঙখীদের কাছে বিনীত অনুরোধ তারা যেন তাঁর জন্য প্রাথনায় স্মরণ করে দোয়া করেন। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবার ও আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
আজকের এইদিনে তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার আদরের সন্তান আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামস মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন।