টেকনাফ টুডে ডেস্ক : ঢাকার নবাবগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ইসমাইল হোসেন মারা গেছেন।
মঙ্গলবার (৯ আগস্ট) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লেফটেন্যান্ট কর্নেল মো. ইসমাইল হোসেন বাবা-মা, স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ২৭ জুলাই প্রশিক্ষণকালে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। এতে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান ইসমাইল হোসেন। তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ৫ আগস্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় ইসমাইল হোসেনকে। পরদিন সেখানে তার মেরুদণ্ডে অস্ত্রপচার হয়েছিল।
