টেকনাফ টুডে ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে লাগা আগুনে পুড়ে কমপক্ষে ১০ নবজাতক নিহত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ২টার দিকে রাজ্যটির ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে এ আগুন লাগে। ঘটনাস্থল থেকে সাত নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন ভার্সনের খবরে বলা হয়- হাসপাতালের সিভিল সার্জেন প্রমোদ খান্ডা বলেছেন, ‘হাসপাতালে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আমাকে খবর দেন নার্স। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে আসি। এই হাসপাতালটি নবজাতকদের জন্য খুবই ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত ১০ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৭ শিশু নিরাপদে আছে।’
দমকল বাহিনী বাহিনীর প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, মহারাষ্ট্রের এ অগ্নিকাণ্ডে ১০ নবজাতক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভ্যারিফায়েড টুইটার অ্যাকাউন্টে মোদি লিখেন, ‘মহারাষ্ট্রের ভান্ডারায় এক হৃদয় বিদারক ট্র্যাজেডি হয়েছে- যেখানে আমরা মূল্যবান জীবন হারিয়েছি। সকল শোকাহত পরিবারের জন্য আমার ভাবনা হচ্ছে। আমি আশা করছি আহতরা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠবে।’