শাহ মনসুর আলী নোমান : মাছ আমাদের সবার খুবই প্রিয়।এক সময় দেশের নদী-নালা,খাল- বিল,জলাশয়ে দেশি মাছের বেশ প্রাচুর্যতা ছিল।আর এ কারণেই বলা হয়ে থাকে ‘মাছে-ভাতে বাঙালী’। পেশাদার মাছ ধরা লোক ছাড়াও অনেকে শখের বশে মাছ ধরেন।আবার মাছ ধরা অনেকের নেশা। মাছ ধরতে ঝাঁকি জালসহ বিভিন্ন প্রকার জালের ব্যবহার গ্রামীণ জীবনে মিশে আছে সেই অতীত কাল থেকে।নদীমাতৃক বাংলাদেশের নদী- নালা,খাল- বিলে দেশীয় মাছের পরিমাণ কমে যাওয়ার ফলে গ্রাম বাংলার ঐতিহ্য ঝাঁকি জালও যেন হারিয়ে যেতে বসেছে।সিলেটের কামাল বাজার এলাকায় ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার দৃশ্য।
লেখা ও আলোকচিত্র- শাহ মনসুর আলী নোমান।