কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়্যারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমেদ বলেছেন, ঘটনার নেপথ্য কাহিনী সামনে এনে সত্য প্রকাশ করলে সাংবাদিকদের নামে মামলা হবে, হামলা হবে। এমন কি জেলেও যেতে হতে পারে। এর পরও দুর্নীতির বিরুদ্ধে; সত্যের পক্ষ নিয়ে দেশের স্বার্থে সাংবাদিকদের লিখে যেতে হবে।
শুক্রবার (১৯ফ্রেবরুয়ারী)বিকেলে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির কার্যলয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন কউক চেয়ারম্যান।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা পেশাদারিত্ব বজায় রেখে ঐক্যবদ্ধ থাকুন, দেখবেন আপনারই সফল। মাঝপথে থেমে গেলে পরাজয় নিশ্চিত।
কউক চেয়ারম্যান আরোও বলেন, সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় আমি (আইএসপিআর) প্রায় সাত বছর সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। সাংবাদিকতা একটি খুবই মহত পেশা। তবে দুঃখ হয় যখন দেখি কিছু সাংবাদিক নামধারী সুবিধাভোগী সত্যটা পাশ কাটিয়ে নির্দিষ্ট কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করে। তবে, যারাই সাহস নিয়ে সত্য প্রকাশ করবে তাদের পক্ষেই কউক চেয়ারমান থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ডেইলি সান প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেলের সঞ্চালনায় সংগঠনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভা শেষে কউক চেয়ারম্যান লে.কর্ণেল ফোরকানকে আহমদের জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে তাকে অভিবাদন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, যায়যায়দিনের কক্সবাজার প্রতিনিধি জাবেদ আবেদীন শাহীন,
ইত্তেফাকের প্রতিনিধি সায়ীদ আলমগীর,ভোরের কাগজের টেকনাফ প্রতিনিধি জাবেদ ইকবাল, সময়ের আলোর প্রতিনিধি মো:আমিরুল ইসলাম রাশেদ, একুশে পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দীন, সময়ের কন্ঠস্বরের শাহীন রাসেল,সকালের সময়ের প্রতিনিধি,শাহেদ ফেরদৌস হিরু,আজকালের খবরের প্রতিনিধি,তাহাজীবুল আনাম, দৈনিক মেহেদীর ব্যবস্থাপনা সম্পাদক মো:নাজিম উদ্দীন, বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি আমিনুল ইসলাম, দেশবার্তার প্রতিনিধি কাজী তামজিদ পাশা, সমুদ্রকন্ঠের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেনসহ স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় কক্সবাজার হকার সমিতির পক্ষথেকে নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামালের নেতৃত্ব ফুল দিয়ে কউক চেয়ারম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।