স্বর্ণমুদ্রায় ফিরতে চায় মুসলিম দেশগুলো

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

যুগান্তর |

স্বর্ণমুদ্রার যুগে ফিরতে চায় মুসলিম দেশগুলো। ভবিষ্যতে পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে ইরান, মালয়েশিয়া, তুরস্ক ও কাতার।
শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ায় মুসলিম দেশগুলোর সম্মেলন শেষে মাহাথির অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ও কাতারের অর্থনীতি পরিচালনার প্রশংসা করেন। ভবিষ্যতে যে কোনো হুমকির মোকাবেলায় মুসলিম বিশ্বের স্বাবলম্বী হওয়া গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

মধ্যযুগে ইসলামী দেশগুলোতে প্রচলিত স্বর্ণমুদ্রার দিকে ইঙ্গিত দিয়ে মাহাথির বলেন, ‘আমি স্বর্ণের দিনার ও বিনিময় বাণিজ্য ধারণাটি পুনরায় ব্যবহারের পরামর্শ দিয়েছি। আমরা গুরুতের সঙ্গে বিষয়টি বিবেচনা করছি এবং আমরা আশাবাদী যে এটি কার্যকরে আমরা একটি প্রক্রিয়া বের করেত সমর্থ্য হব।’ ডন