টেকনাফ স্থল বন্দর ব্যবসায়ী ওমর ফারুককে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে র্যাব
মঙ্গলবার (১ অক্টোবর) মধ্যরাতে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ায় এ ঘটনা ঘটে।
পরে আজ বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন।
র্যাব-১৫ এর অধিনায়ক বলেন, ফারুককে ধরতে আমাদের একটা অভিযান ছিল।
এতে আমাদের কয়েকজন সদস্য সামন্য আহত হন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
টেকনাফের পুরান পল্লান পাড়ার বাসিন্দারা সাংবাদিকদের বলেন, রাতে ফারুকের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় সেই বাড়িতে পাওয়া যায়নি ফারুককে।