দেশি বিদেশী ২৮০০ স্কাউটের অংশগ্রহণে
সাবরাং ট্যুরিজম পার্কে শুরু হয়েছে ৫দিন ব্যাপী জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প
শাহ মোহাম্মদ রুবেল/মো.শহীদ উল্লাহ, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্কে শুরু হয়েছে দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ৫দিন ব্যাপী এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
বাংলাদেশের স্কাউট এর প্রধান জাতীয় কমিশনার ও জাতীয় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসন মো. কামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পের সমন্বয়ক জাতীয় স্কাউট কমিশনার নাজমুল হক নাজু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন “উন্নয়নে এগিয়ে” এই থিমকে সামনে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট আয়োজন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, স্কাউটিং কার্যক্রম পারে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক, আধুনিক, বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং দেশকে এগিয়ে নিতে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত। জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০২১ ও ২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ এবং শতবর্ষ মেয়াদী ব-দ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনাকে এগিয়ে নিতে ইতিবাচক আধুনিক ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন যাত্রায় সামিল হতে হবে।
এই ক্যাম্পে ভারত, নেপাল, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ২৮০০ জন মুক্ত স্কাউট ও রোভার সদস্য, স্কাউট, স্কাউটার, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট অংশ নিচ্ছেন। ক্যাম্পে থাকবে বাংলাদেশের ২২০টি মুক্ত স্কাউট ও রোভার স্কাউট দলের সদস্য, ভারত থেকে ২৩ জন, নেপাল থেকে ২৬ জন ও যুক্তরাজ্য থেকে ১জন স্কাউট ও স্কাউটার, কর্মকর্তা ৩০০ জন এবং স্বেচ্ছাসেবক রোভার স্কাউট ২০০ জন অংশগ্রহন করছেন।
ক্যাম্পে থাকবে ১১ টি মিশন ও নানা বর্ণিল অনুষ্ঠান। ভাষা শহীদ বরকত, আবদুল জব্বার, রফিক উদ্দিন আহমেদ ও আবদুস সালাম এর নামে থাকবে ৪টি সাব ক্যাম্প।
মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের পর ১৯ ফেব্রæয়ারি বীচ ফেস্টিভাল, ২০ ফেব্রুয়ারি ভিলেজ ক্যাম্পফায়ার, ২১ ফেব্রæয়ারি রোভার পল্লী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, ২২ ফেব্রæয়ারী গ্র্যান্ড ক্যাম্পফায়ার ও সমাপনি।
নুরুল করিম রাসেল
০১৮১৬৮০৬৮৩২