এম.জিয়াবুল হক, চকরিয়া :
বাংলাদেশ স্কাউটসের ৪৬তম জাতীয় কাউন্সিলের বার্ষিক (ত্রৈমাসিক) সাধারণ সভার বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৩শিক্ষার্থী। স্কাউট সংক্রান্ত যাবতীয় বিষয়ে মেধা ও কৃতীত্বের স্বাক্ষর রাখায় প্রতিষ্ঠানটির তিনজন শিক্ষার্থী পি.এস তথা প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হন।
প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলেন- তাওরিন তাসনিয়া তাসফি (দশম শ্রেণি), রিসাদুল ইসলাম রাতিন (দশম শ্রেণি) ও মোহাম্মদ রোকন আমিন (নবম শ্রেণি)। তারা একের পর এক দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে প্রেসিডেন্ট স্কাউট (পি.এস) অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তন্মধ্যে আরো ২জন চকরিয়া উপজেলার। তারা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের।
চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল পরিচালনা কমিটির সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান শিক্ষক নুরুল আখেরসহ বিদ্যালয় কর্তৃপক্ষ স্কাউটে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে শিক্ষার্থীরা সম্মাননা পাওয়ায় এটি প্রতিষ্ঠানের জন্য শ্রেষ্ঠ অর্জন বলে মনে করেন। এই অর্জন বিদ্যালয়ের জন্য বিশাল পাওয়া এবং চকরিয়া উপজেলাসহ জেলাবাসীর জন্য গৌরব। বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবক মহল- এমন সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।