সেভ দ্যা নেচার অব বাংলাদেশ কক্সবাজার জেলার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : Our Nature Our Rights, Save The Nature Join The Fights স্লোগে দীক্ষিত বাংলাদেশের পরিবেশ প্রকৃতিবাদী সংগঠন Save The Nature of Bangladesh কক্সবাজার জেলার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে আজ।

এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় লড়াকু সংগঠন Save The Nature Of Bangladesh ককসবাজার জেলা শাখার প্রকৃতি প্রেমী সবুজ সারথিদের নিয়ে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ ককসবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন Save The Nature of Bangladesh কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন। এক অনলাইন প্রেসবিজ্ঞপ্তিতে প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ।

সভাপতি : সাজ্জাদ হোসেন শুভ
সহ সভাপতি : মোসাদ্দেক হোসেন আবু
সহ সভাপতি : মঈনুদ্দিন শাহীন
সহ সভাপতি : আব্দুল আলিম
সহ – সভাপতি : ফায়সাল উদ্দিন।
সহ : সভাপতি : ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ
সহ সভাপতি : আ.ন.ম.হাসান
সহ সভাপতি : প্রভাষক নজরুল ইসলাম

সাধারণ সম্পাদক : নুশাইভা সিয়াম
যুগ্ম – সাধারণ সম্পাদক : মোহাম্মদ শহীদ ফারাবী
সুগ্ম- সারধারণ সম্পাদক জালাল উদ্দীন চৌধুরী
যুগ্ম – সাধারণ সম্পাদক: মোহাম্মদ নুরুচ্ছবিহ্
যুগ্ম – সাধারন সম্পাদক : সোহেল আরমান।

সাংগঠনিক সম্পাদক: তারেক মোস্তফা তুষার
নগর পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক : মোহাম্মদ ঈসমাইল ( সিআইপি )
পরিবেশ বিষয়ক সম্পাদক : মোহাম্মদ শফিক
জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক : এম সাইফুল ইসলাম
দপ্তর সম্পাদক : মোহাম্মদ ফারুক।
কোষাধ্যক্ষ : মোঃ ইউসুফ নূর
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক : আজিজুল হাকিম বাপ্পি।
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক : মোহাম্মদ আশফাক।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সোহেল খান
প্রকৃতি বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক : মোঃ মিজান।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : নুরুল আবছার হেলালী
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক: তাসনিম নাজনীন
ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: কনিকা আক্তার
ছাত্র ও যুব কল্যাণ বিষয়ক সম্পাদক: মোহাম্মদ আলসান।
ছাত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক: নিশাত সালসাবিল
উপকূলীয় বিষয়ক সম্পাদক: খোরশেদ আলম।
বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক: মেহেদি হাসান।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক: এডভোকেট আদনান ফায়সাল চৌধুরী।
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: এডভোকেট ফায়সাল উদ্দিন।
বীজ – বৃক্ষ ও কৃষি উন্নয়ন বিষয়ক সম্পাদক: রেজাউল করিম।
মানবাধিকার বিষয়ক সম্পাদক : দেলোয়ার হোসেন চৌধুরী।
জলাশয় – জলাধার বিষয়ক সম্পাদক : মোঃ শওকত হোসাইন।
পাখি ও বন্যপ্রাণী বিষয়ক সম্পাদক : সাকিব হাসান কাদেরি।
নদী বিষয়ক সম্পাদক : মোঃ জসিম ( ডক্টর)
মৎস্য উন্নয়ন বিষয়ক সম্পাদক : জিয়াউর রহমান।

সদস্য
১. ডাঃ নুরুল ইসলাম।
২.আলিমুল করিম সোহাগ।
৩.মোহাম্মাদ ইসমাইল।
৪. মোহাম্মাদ ইউসুফ।
৫. ছমির উদ্দিন
৬.মোহাম্মাদ মহিউদ্দীন
৭. মোঃ বোরহান।
৮.আয়াচুল করিম।