Thursday, January 20, 2022
Homeঅর্থ-বানিজ্যসেন্টমা‌র্টি‌নে ৪ ও ৫ নভেম্বর সাউথইস্ট ব্যাং‌কের "একাউন্ট ও‌পে‌নিং ক্যা‌ম্পেইন" !!

সেন্টমা‌র্টি‌নে ৪ ও ৫ নভেম্বর সাউথইস্ট ব্যাং‌কের “একাউন্ট ও‌পে‌নিং ক্যা‌ম্পেইন” !!

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ টুডে ডটকম |
প্রবাল দ্বীপ সেন্টমাটিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথইস্ট ব্যাংকের দুই দিন ব্যাপী “একাউন্ট ও‌পে‌নিং ক্যা‌ম্পেইন” ।
আগামী ৪ ও ৫ নভেম্তর পর্যট‌কের অন্যতম আকর্ষণ সাগর বে‌ষ্ঠিত সেন্টমা‌র্টি‌নে বাংলা‌দে‌শের অন্যতম স্মার্ট সাউথইস্ট ব্যাংক লি‌মি‌টেড টেকনাফ শাখা কর্তৃক সেন্টমাটিনে হক সুপার মার্কেটে দুই দিন ব্যাপী উক্ত “একাউন্ট ও‌পে‌নিং ক্যা‌ম্পেইন” অ‌নুষ্টিত হতে।
সাউথইস্ট ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক মাসুম চৌধুরী জানান, ব্যাংকিং সেবাকে দ্বীপ বাসীর দোর‌গোড়ায় পৌ‌ছে দি‌তে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হ‌য়ে‌ছে। আগামী ৪ ও ৫ তারি‌খে সেন্টমা‌র্টি‌নের সকল ব্যবসায়ী, স‌চেতন মহল, প্রবাসী‌ প‌রিবার‌কে সং‌শ্লিষ্ট জায়গায় প্র‌য়োজনীয় কাগজ পত্রা‌দি নি‌য়ে উপ‌স্থিত থে‌কে ডি‌জিটাল ব্যাং‌কিং সেবা নি‌শ্চিত করার জ‌ন্যে আহ্বান জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments