সেন্টমার্টিন হতে মাদকের চালান উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : সেন্টমার্টিনের দক্ষিণপাড়া ঘাটে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মাদকের চালান উদ্ধার করেছে।

সুত্র জানায়,২৮অক্টোবর রাতের প্রথম প্রহরের দিকে বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ এম তারেক আহমেদের নেতৃত্বে দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযানে যায়। এসময় ঘাটসংলগ্ন এলাকায় বস্তা কাঁধে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে সে সাদা রং এর একটি বস্তা ঝোঁপের ভিতর ফেলে দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ৪৯হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি জানান,জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###