Monday, August 8, 2022
Homeটপ নিউজসেন্টমার্টিন থেকে ১ লাখ ইয়াবাসহ আটক ৯

সেন্টমার্টিন থেকে ১ লাখ ইয়াবাসহ আটক ৯

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে ১ লাখ ইয়াবার বড় চালানসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-১৫। আটকদের মধ্যে ৬ জন মিয়ানমারের নাগরিক, ২ জন বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর রাতে সেন্টমার্টিন বঙ্গোপসাগর চ্যানেলে তাদের আটক করা হয়।

বিকেলে র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ অভিযান চালায়। এ সময় ৬ জন মিয়ানমার নাগরিকসহ ৯ জন আটক করা হয়। তাদের স্বীকারোক্তিমতে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাফর আমানের ছেলে আলী উল্লাহ (৫০), জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের সি/৪ ব্লকের মৃত ফজল আহমদের ছেলে আবু তাহের (৪০), টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার ওসমান গনি ছেলে জিয়াবুল হোসেন (২১), মিয়ানমারের আকিয়াব জেলার প্রত্তুমনি থানার মেহেরকুল এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মো. ইউনুস (৩৫), নূরে আলমের ছেলে বদি আলম (২৩), আমিন হোসেনের ছেলে এনামুল হাছান (২০), হাফেজ আহমদের ছেলে নূর মোহাম্মদ (২২), মাহমুদ হোসেনের ছেলে মো. রফিক (২১), সৈয়দ আহমদের ছেলে সাদেক (২২)।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments