সেন্টমার্টিন্সে বড়শিতে ধরা পড়লো ৭০ কেজি ওজনের বোল মাছ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

কক্সবাজার প্রতিনিধি ।

কক্সবাজারের সেন্টমার্টিন্স দ্বীপে বঁড়শিতে ধরা পড়েছে বিশাল আকৃতির এক বোল মাছ।
আজ বুধবার বিকেলে সেন্টমার্টিন উত্তর পাড়া সৈকতে ৭০ কেজি ওজনের এই মাছটি ধরা পড়েছে।

সেন্টমার্টিন্স ইউনিয়নের ইউপি সদস্য হাবিব খান জানান আজ বুধবার দুপুরে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত ওয়ালি উল্লাহর পুত্র আব্দুর রহমান সেন্টমার্টিন্স দ্বীপের উত্তর সৈকতে সাগরে বড়শি ফেলে। বিকেল ৪ টার দিকে তার বড়শিতে বিশাল আকৃতির মাছ ধরা পড়লে মাছটি কুলে তুলতে গিয়ে মারাত্মক বিড়ম্বনায় পড়তে হয়। আধাঘন্টা চেষ্টার পর মাছটি কুলে তুলতে সক্ষম হয়।

তিনি জানান, বেশ কয়েক বছর আগে ২০৭ কেজির একটি বোল মাছ ধরা পড়েছিল বশির মেম্বারের বড়শিতে। তারও আগে ১৬০ কেজির বোল মাঝ ধরা পড়ে ছালামত উল্লাহ নামে এক ব্যক্তির বড়শিতে।

স্হানীয় রাজনৈতিক কর্মী ও পর্যটন ব্যবসায়ী জসিমউদদীন শুভ জানান স্হানীয় ভাবে এই মাছটিকে বোল মাছ বলা হয়। পরে মাছটি ওজন করে ৭০ কেজির কিছু বেশি হয় বলে তিনি জানান। বিকেলেই মাছটি স্হানীয় তিনজন মাছ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয় আব্দুর রহমান। সন্ধ্যায় সেন্টমার্টিন্স বাজারে ঐ ব্যবসায়ীরা প্রতি কেজি এক হাজার টাকা করে বিক্রি করে দেয়।

ব্যবসায়ীরা জানান, সাধারণত বড়ো আকারের মাছ বড়শিতে ধরা পড়ে না। বঁড়শি এত বড়ো মাছ ধরা পড়লে উৎসুক লোকজনের ভীড় জমে।