সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী ট্রলারসহ ৩২ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ুন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা সেন্টমার্টিনে অভিযান চালিয়ে চোরাইভাবে সাগর পথ দিয়ে মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে ট্রলারসহ নারী-পুরুষ ও শিশুসহ ৩২জনকে আটক করেছে।
জানা যায়, শুক্রবার সন্ধা হতে শনিবার ৩০মার্চ ভোর পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের সেন্টমার্টিন ক্যাম্প কমান্ডার শেখ মাহমুদের নেতৃত্বে কোস্টগার্ড জওয়ানেরা ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে ও কোস্টগার্ড জাহাজ মনসুর আলী সাগরে পৃথক অভিযান চালিয়ে ভাসমান অবস্থান রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার জব্দ করে। এসময় মোট ৩২ জনকে আটক করা হয়। পরে ৩ দালালকে দ্বীপ হতে আটক করা হয়। এতে দালালের মাধ্যমে মালয়েশিয়া গমনের জন্য অবস্থান করা ৬জন পুরুষ, ১৩জন নারী ও ৩জন শিশুকে উদ্ধার করা হয়। এসব রোহিঙ্গারা শাহপরীর দ্বীপের এক দালালের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া গমনের জন্য রওয়ানা দেন।

মানব পাচারে সংশ্লিষ্ট দালালদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করে উদ্ধারকৃত ভিকটিমদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্ব স্ব ক্যাম্পে প্রেরণের জন্য টেকনাফে আনা হচ্ছে।

অপরদিকে ধৃত ৩ দালালকে মানব পাচার আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করার জন্য প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।