নুর মোহাম্মদ সেন্টমার্টিন থেকে :
টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে আলহাজ্ব নুর আহমদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় স্থানী দ্বীপের পূর্ব বীচ মাটে উদ্বোধন ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ।
এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এই খেলাধুলা মুলত যুবকদের মাদক, নেশা থেকে দুরে রাখা এবং দ্বীপবাসীকে বিনোদন দেওয়া।
এসময় প্রধান অথিতি বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সেন্টমার্টিন ষ্টেশন কমেন্ডার ক্যাপ্টেন মোঃ রাইয়ান, কোষ্টগার্ড ষ্টেশন কমেন্ডার জুসেল রানা, সেন্টমার্টিন পুলিশ ফাড়ির ইনচার্জ এ এস আজমির আলী, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, ইউপি সদস্য ফরিদ আহমদ, হাজী আব্দুস সালাম, নাজির হোসাইন, নজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবস্যায়ী আলহাজ্ব আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবস্যয়ী মৌঃ নুরুল হক, মানবাধিকার কমিশন সেন্টমার্টিন ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক, বিশিষ্ট ব্যবস্যায়ী নুর আহমদ, সাবেক মেম্বার কবির আহমদ, সেন্টমার্টিন ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও সাবে ছাত্রলীগ সভাতি জাহিদ হোসাইন, সেন্টমার্টিন লায়ন ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবস্যায়ী এম এ রহিম রনি, সেন্টমার্টিন বি এন ইসলামিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আয়াজ কাজল, সেন্টমার্টিন ছাত্রদলের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, উদ্ধোবদনী খেলায় অংশ গ্রহন করেন দক্ষিণ পাড়া ৯ নং ওয়ার্ড ফুটবল একাদশ বনাম কোনা পাড়া ৮ নং ওয়ার্ড ফুটবল একাদশ,উক্ত খেলায় খেলায় ১-০ গোলে দক্ষিণ পাড়া ৯ নং ওয়ার্ড কে হারিয়ে কোনা পাড়া ৮ নং ফুটবল একাদশ জয়লাভ করেন। খেলা পরিচালনায় দায়িত্বে ছিলেন আলী হায়দার, আব্দুল মোনাফ, জাহানগীর আলম, মোঃ আলম, আবু বক্কর ছিদ্দিক, রশিদ আহমদ।