নুরুল করিম রাসেল |
ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং ট্রলার সেন্ট মার্টিনের অদূরে সাগরে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় তারা মোবাইল ফোনে ট্রলার মালিক ও সেন্ট মার্টিনের চেয়ারম্যানের কাছে উদ্ধারের জন্য আকুতি জানিয়েছেন।
সেন্ট মার্টিন পশ্চিম পাড়ার মোঃ ইলিয়াছের মালিকানাধীন ট্রলারটি ৪ জেলেসহ শুক্রবার সাগরে মাছ শিকারে গিয়ে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে।
ট্রলারটি বর্তমানে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর পশ্চিমে নোঙ্গর করে আছে বলে জানা গেছে।
ফিশিং ট্রলারটি থেকে আব্দুর রহমান নামে এক মাঝি শনিবার সন্ধ্যায় মোবাইল ফোনে ট্রলার মালিককে জানান, ইঞ্জিন বিকল হয়ে তারা যেখানে নোঙ্গর করে আছেন সেখান থেকে সেন্ট মার্টিন বাতিঘরটি দেখতে পাচ্ছেন।
সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ শনিবার রাত ৮টার দিকে মুঠোফোনে সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সাগরে আটকা পড়া জেলেরা তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছে।
তবে উত্তাল সাগরে এই পরিস্থিতিতে তাদের উদ্ধারের জন্য কিছুই করা যাচ্ছে না বলে জানান তিনি। তবে সেন্টমার্টিনে থাকা নৌবাহিনী জাহাজের সাথে যোগাযোগ করে উদ্ধারের কোন ব্যবস্থা করা যায় কিনা সে চেষ্টা করে দেখছেন বলে জানান তিনি।
ফিশিং ট্রলারে থাকা ৪ জেলে হলেন- সেন্ট মার্টিনের আব্দুর রহমান মাঝি, রায়উল্লাহ, মোঃ আমিন ও সামসুল আলম।