সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জানুয়ারী সদস্যদের প্রত্যক্ষ বোটে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতিপূর্বে জেলা সমবায় অফিস কর্তৃক তিন সদস্য বিশিষ্ট সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির (নিবন্ধন নং-৮৪১) নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির সদস্যরা হলেন সভাপতি উপজেলা সমবায় অফিসার কবির আহমদ, সদস্য নুর আহমদ ও মৌঃ আবদুর।
নির্বাচন পরিচালনা কমিটি আজ ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষনা করেন।
ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ১৪ জানুয়ারী নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে।
১৪/০১/২০২৫খ্রি. তারিখে রোজ- মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্টিতব্য বিশেষ সাধারন সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন/২০২৫ সেন্টমার্টিনস্থ জেটিঘাট সমিতির কার্যালয়ে এ গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্টিত হবে।
সমবায় বিধিমালা/০৪ এর ২৭ বিধি মোতাবেক নিম্নোক্ত ভাবে নির্বাচনী তফসিল অদ্য ১১/১২/২০২৪খ্রিঃ ঘোষণা করিলাম।
০১. মনোনয়নপত্র বিতরণ ১৫/১২/২০২৪খ্রি, ও ১৭/১২/২০২৪খ্রিঃ সকাল- ১০ টা স্থান উপজেলা সমবায় কার্যালয়, টেকনাফ, কক্সবাজার ও সমিতির কার্যালয়, সেন্টমার্টিন।
০২. মনোনয়নপত্র দাখিল ১৮/১২/২০২৪ খ্রি.ও ১৯/১২/২০২৪খ্রি. সকাল- ১০ টা বিকাল-৫টা
০৩. মনোনয়নপত্র বাছাই, বৈধ ও বাতিলকৃত মনোনয়ন পত্রের খসড়া তালিকা প্রকাশ
৪. মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল সকাল- ১০ টা ২২/১২/২০২৪ বিকাল-৫টা ২৩/১২/২০২৪ ২৪/১২/২০২৪ আবেদন। অফিস চলাকালীন সময় বিকাল-৫টা উপজেলা সমবায় কার্যালয়, টেকনাফ, কক্সবাজার জেলা সমবায় কার্যালয়, কক্সবাজার ২৬/১২/২০২৪ ২৯/১২/২০২৪ ৩০/১২/২০২৪
০৫. আপিল শুনানী অফিস চলাকালীন সময় জেলা সমবায় কার্যালয়, কক্সবাজার
০৬. প্রার্থিতা প্রত্যাহার ৩১/১২/২০২৪ ১০.০০টা ০৫.০০টা উপজেলা সমবায় কার্যালয়,
০৭ চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ০১/০১/২০২৫ ১০.০০টা ০৫.০০টা
০৮. ভোট গ্রহণ, ভোট গননা ও ফলাফল ঘোষনা এবং বিশেষ সাধারণ সভা ১৪/০১/২০২৫ ১০.০০টা ২.০০টা সমিতির কার্যালয়, জেটিঘাট, সেন্টমার্টিন।
বিশেষ জ্ঞাতব্য। ক) সকল প্রার্থীকে মনোনয়নপত্রের সাথে ব্যবস্থাপনা কমিটির সভাপতি কর্তৃক সত্যায়িত ০১ (এক) কপি ছবি সংযুক্ত করতে হবে। খ) মনোনয়ন পত্রের সাথে নমিনেশন ফিঃ প্রদানের মূল রশিদ সংযুক্ত থাকতে হবে। গ) ঘষা মাজা, পুনঃ লিখন, ভোটার তালিকার সাথে সংগতিহীন মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য হবে। ঘ) সমবায় সমিতি আইন/০১এর ১৮(৮) ধারা ও ১৯(১) এবং ৩৭ ধারা মতে যোগ্য হতে হবে। ৬) ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনী ব্যয়-নির্বাহের জন্য সভাপতি পদে ৫,০০০/= টাকা, সহ-সভাপতি পদে ৩৫০০/=টাকা, সম্পাদক পদে ৪০০০/=টাকা, কোষাধ্যক্ষ পদে ৩০০০/- এবং সদস্য পদে ১৫০০/= টাকা মনোনয়ন ফি (অফেরৎ যোগ্য) জমা পূর্বক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগণের নিকট হইতে মনোনয়ন পত্র সংগ্রহ করিতে পারিবেন।
প্রতীক বরাদ্ধ। ক্রমিক নং পদের নাম সহ-সভাপতি সাইকেল/উড়োজাহাজ / খেজুরগাছ / তলোয়ার প্রতীক সমূহ ০১. সভাপতি চেয়ার/ আনারস / হরিণ/ টেলিভিশন
০২. ০৩. সম্পাদক শাপলা ফুল/ ছাতা/কলসি / দেওয়ালঘড়ি কোষাধ্যক্ষ তালা-চাবি/বই/ উড়োজাহাজ
০৫. সদস্য কাপ-পিনিচ / মোবাইল/আম/ মিনার/ ফুটবল/ হাত-পাখা/ মাছ/ চাকা / মই / কবুতর
উপজেলা সমবায় অফিসার কবির আহমদ জানান, উত্সবমুখর পরিবেশে স্বচ্ছতার মাধ্যমে সুষ্টুভাবে উক্ত নির্বাচন অনুষ্ঠানে বিধি মোতাবেক যাবতীয় পদক্ষেপ গ্রহন করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।