টেকনাফ টুডে ডেস্ক : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন চলছে। দুই দিনব্যাপী এই নির্বাচনের প্রথমদিন আজ বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে শুরু হওয়া এই ভোটগ্রহণ এক ঘণ্টার মধ্যাহ্নবিরতি দিয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর পর আগামীকালও একইভাবে ভোটগ্রহণ হবে এবং ওইদিন রাত থেকেই গণনা শুরু হবে।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সমিতির তত্ত্ববধায়ক (সুপার) নিমেষ চন্দ্র দাস জানান, এবার সমিতির নির্বাচনে ৭ হাজার ৮২৫ আইনজীবী ভোটার হয়েছেন। নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাত সদস্যের একটি উপকমিটির আহ্বায়ক করা হয়েছে আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে।
আইনজীবী সমিতির সম্পাদকীয় সাতটি পদ এবং সাতটি সদস্যপদসহ মোট ১৪টি পদের বিপরীতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ২০ ফেব্রুয়ারি এ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এবারের নির্বাচনেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের সাদা প্যানেল এবং বিএনপি ও সমমনা সমর্থক আইনজীবীদের নীল প্যানেলের প্রার্থীদের মধ্যে।
সাদা প্যানেল থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন এবং সম্পাদক পদে আইনজীবী আব্দুন নূর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে নীল প্যানেল থেকে সভাপতি পদে খালেদা জিয়ার আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী এবং সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া সাদা প্যানেল থেকে সহসভাপতি পদে বিভাস চন্দ্র ও মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে সৈয়দ আলম টিপু, সহসম্পাদক পদে মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া এবং কাজি শামসুল হাসান শুভ এবং সদস্যপদে (সাতজন) মোহাম্মদ জগলুল কবির, মশিউর রহমান, শামীম সরদার, আফিয়া আফরোজি রানী, আওলাদ হোসেন, হুমায়ূন কবির ও চঞ্চল কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে নীল প্যানেল থেকে সহসভাপতি পদে মো. আব্দুল জব্বার ভূইয়া এবং আব্দুল বাতেন, কোষাধ্যক্ষ পদে মো. ইমাম হোসেন, সহসম্পাদক পদে যথাক্রমে মোহাম্মদ মুজিবুর রহমান এবং শরীফ ইউ আহম্মেদ এবং সাতটি সদস্যপদে আইনজীবী রাশিদা আলিম ঐশী, মোহাম্মদ ওসমান চৌধুরী, কাজী আখতার হোসেন, মো. শাফিউর রহমান, মো. শরীফ উদ্দিন রতন, মো. মোহাদ্দেস উল ইসলাম ও সৈয়দা শাহীন আরা লাইলি প্রতিদ্বন্দ্বিতা করছেন।