সুদানে সংঘাতে নিহতের সংখ্যা ৪শ এর অধিক

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : যত দিন যাচ্ছে, সুদানের পরিস্থিতি তত বেশি খারাপের দিকে যাচ্ছে। দেশটিতে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াইয়ে ইতিমধ্যে ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩,৫০০ মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সুদানে ৪১৩ জন মারা গেছে এবং ৩৫৫১ জন আহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৯ শিশু নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে।

ক্ষমতার দখল নিয়ে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার ডেপুটি ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মোহাম্মদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে।

শুক্রবার (২১ এপ্রিল) প্রথমবারের মতো এ ঘটনায় বিবৃতি দিয়েছেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘বেসামরিক মানুষজনকে নিরাপদ রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।’

তবে তার এই বক্তব্য কেবল আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্যই বলে মনে করা হচ্ছে। কেননা দেশটিতে ঈদ উপলক্ষে ‘কমপক্ষে’ তিন দিনের যুদ্ধবিরতি পালনের জন্য আহ্বান জানানোর পরও সেনাপ্রধান এবং তার বর্তমান প্রতিদ্বন্দ্বী জেনারেল মোহাম্মদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে মারাত্মক লড়াই চলছে।

এএফপির খবরে বলা হয়েছে, রাজধানী খার্তুমে টানা ছয়দিন ধরে বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের শব্দ শোনা যাচ্ছে। বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ। ভেঙে পড়েছে অনেক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা।

সুদান চিকিৎসক কেন্দ্রীয় কমিটির দেওয়া এক বিৃতিতে বলা হয়, ঈদুল ফিতরের রাতে খার্তুমের বেশ কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করা হয় এবং সশস্ত্র বাহিনী এবং আরএসএফের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ চলছে।