শহীদুল ইসলাম, উখিয়া : ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ান আওতাধীন তুমব্র বিজিবি জোয়ানরা সীমান্ত এলাকায় টহল দান কালে ৫জন রোহিঙ্গা কে আটক করতে সক্ষম হয় । বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবি কর্মকর্তা শাহরিয়া হোসেন জানান ।