সীমান্তে পাওয়া গেল মৃত বন্যহাতি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

: শেরপুরের শ্রীবরদী উপজেলায় আরও এক বন্যহাতির মৃতদেহ পাওয়া গেছে।

রোববার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী বালিজুড়ি গ্রামে ওই বন্যহাতির মৃত্যু হয়েছে।

বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, বেশ কিছু দিন ধরে বন্যহাতির একটি দল শ্রীবরদী সীমান্তের বালিজুড়ি ও রাঙাজানসহ আশপাশের এলাকার গারো পাহাড়ের জঙ্গলে অবস্থান নিয়ে ক্ষেতে নেমে ধান খেয়ে এবং পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে আসছে।

তাই ফসল বাঁচাতে ক্ষেতে স্থানীয় কৃষকরা বৈদ্যুতিক জেনারেটরের তার পেতে রেখেছেন।

ধারণা করা হচ্ছে, সেখানে আটকে বিদ্যুৎস্পর্শে ওই বন্যহাতিটি মারা যায়।

তিনি এ ব্যাপারে মামলা করার জন্য বন বিভাগের বালিজুড়ি বিটের বন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

বালিজুড়ি বিটের বন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ওই বন্যহাতিটি মাদী হাতি। বয়স অনুমান ৪ বছর। মৃত হাতিটির উচ্চতা ৭ ফুট ও লম্বা ৯ ফুট।

ময়নাতদন্ত শেষে ওই বন্যহাতির মৃতদেহটি মাটিচাপা দেয়া হবে বলে তিনি জানান।

এর আগে শুক্রবার রাঙাজান গ্রামের পাহাড়ের কাছে একটি মৃত বন্যহাতি পাওয়া যায়। এ ছাড়া গত ১৩ আগস্ট শ্রীবরদী উপজেলার রানী শিমূল ইউনিয়নের সীমান্তঘেঁষা পাহাড়ি হলুয়াহাটি গ্রামে ইউরিয়া সার খেয়ে বিষক্রিয়ায় আরও এক বন্যহাতির মৃত্যু হয়।

এ নিয়ে গত এক বছরে জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় ৭ বন্যহাতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।