সিরিয়া এখন আইএস মুক্ত: ট্রাম্প

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সিরিয়ার সব অঞ্চল থেকে আইএস (ইসলামিক স্টেট) সম্পূর্ণ নির্মূল হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। এর পক্ষে সাংবাদিকদের সামনে প্রমাণও তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ওয়াশিংটন পোস্ট’র।

শুক্রবার ফ্লোরিডায় সাংবাদিকদের সামনে আগের এবং বর্তমানের দুটি মানচিত্র তুলে ধরেন ট্রাম্প। ওই দুটি মানচিত্রে দেখা গেছে, আগে সিরিয়াজুড়ে আইএসের আধিপত্য থাকলেও এখন তা একেবারেই নেই।
এসময় ট্রাম্প বলেন, যদি আপনারা দেখেন- ‘এই হলো আইএস। গতরাত পর্যন্ত অবস্থা হলো এই। বর্তমানে আমাদের কাছে যা আছে তা হলো এটা।’ এর আগে বুধবারও এ ধরনের মানচিত্র দেখিয়েছিলেন ট্রাম্প।

মানচিত্র নিয়ে ছবি তোলার পর ট্রাম্প মানচিত্র দুটি একজন সাংবাদিকের হাতে তুলে দেন। এরপর বলেন, আপনারা এই মানচিত্র দুটি নিতে পারেন। অভিনন্দন, আপনারা এগুলো প্রচার করতে পারেন।

উল্লেখ্য, সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় আইএসের দৌরাত্ম্য আগের চেয়ে কমলেও এখনও তারা আছে। পার্বত্য অঞ্চলে বিভিন্ন গুহায় লুকিয়ে আছে তারা। অবশ্য এরই মধ্যে ট্রাম্প আইএস সম্পূর্ণ নির্মূলের ঘোষণা দিয়েছেন।