সিনিয়র সচিব হলেন ৪ কর্মকর্তা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সরকারের চার সচিবকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরেক আদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিনকে বদলি করে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াইল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর এবং জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীনকে সিনিয়র সচিব করেছে সরকার। তারা বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।