টেকনাফ টুডে ডেস্ক |
২০১৭ সালে সাহিত্যে নোবেল পেলেন জাপানি বংশোদ্ভূত যুক্তরাজ্যের সাহিত্যিক কাজুয়ো ইশিগুরো।
বৃহস্পতিবার নোবেল কমিটি তার পুরস্কার প্রাপ্তির কথা ঘোষণা করে।
ইশিগুরো মূলত একজন ঔপন্যাসিক হলেও ছোট গল্পকার ও চিত্রনাট্যকার হিসেবেও তার খ্যাতি রয়েছে।
তার জন্ম জাপানের নাগাসাকি শহরে ১৯৬০ সালে।
তার জন্ম জাপানের নাগাসাকি শহরে ১৯৫৪ সালে। ১৯৬০ সালে ৫ বছর বয়সে তারা পরিবারসহ ব্রিটেনে অভিবাসি হন।
তিনি ৮টি বই লিখেছেন, যা বিশ্বের ৪০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তার বিখ্যাত দুটি বই ‘দ্য রিমেইনস অব দ্য ডে’ এবং ‘নেভার লেট মি গো’। ১৯৮২ সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কারের ৮০ লাখ ক্রোনার তুলে দেওয়া হবে।