টেকনাফ টুডে ডেস্ক : ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছিলেন ঢালিউড ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় নায়ক সালমান শাহ্। মৃত্যুর এত বছর পরও দর্শকদের কাছে সমান জনপ্রিয় তিনি, যেটা একটি বিরল ঘটনাই বটে। নতুন খবর হলো- এবারের মৃত্যুবার্ষিকীতে সালমান শাহ্কে বিশেষভাবে স্মরণ করে তার ছবির একটি গান কণ্ঠে তুলেছেন জনপ্রিয় সংগীত তারকা সাবরিনা পড়শী। সালমান শাহ্ অভিনীত সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’র জনপ্রিয় গান ‘সাথী তুমি আমার জীবনে’ গানটি কণ্ঠে তুলেছেন এই গায়িকা। ছবিতে এর মূল গানটিতে কণ্ঠ দিয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর করা গানটির নতুনভাবে সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। গতকাল দিনভর রাজধানীর তিনশ’ ফিটে গানটির ভিডিও ধারণের কাজ হয়েছে। এটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
এ ভিডিওতে পারফরম করেছেন গায়িকা পড়শীই। বিষয়টি নিয়ে এ গায়িকা বলেন, যখন থেকে আমি সালমান শাহ্ সম্পর্কে জেনেছি ও বুঝেছি, তখন থেকেই আমি তার ভক্ত। তার অভিনীত সিনেমার অনেক গানই আমার খুব প্রিয়। এর আগে একবার সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে একটি টিভি লাইভে তাকে ট্রিবিউট করে গান গেয়েছিলাম। এবার প্রথমবারের মতো তার সিনেমার গান কাভার করেছি। তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই এ কাজটি করা। আশা করছি সালমান ভক্তরা গানটি পছন্দ করবেন। জানা গেছে, অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে আগামীকাল সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটি প্রকাশ করা হবে। এদিকে সাবরিনা পড়শী বছরজুড়ে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। তবে করোনা পরিস্থিতির কারণে স্টেজ শো বন্ধ রয়েছে। গান চর্চা থেমে নেই তার। প্রতিদিন রেওয়াজ করেন এ শিল্পী। পাশাপাশি নতুন গানেও মনোযোগী হয়েছেন। পড়শী বলেন, চর্চাটা প্রতিদিন চালিয়ে যাচ্ছি। নতুন গানের পরিকল্পনা করছি। তবে খুব ভেবেচিন্তে কাজ করছি। অযথা যেন তেন গান করতে চাই না।