Monday, January 17, 2022
Homeতথ্য প্রযুক্তিসারদার যৌথ আইসিটি ভবন হবে দৃষ্টান্ত: শ্রিংলা

সারদার যৌথ আইসিটি ভবন হবে দৃষ্টান্ত: শ্রিংলা

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বাংলাদেশ ও ভারতের যৌথ আইসিটি ভবন দু’দেশের জন্য একটি দৃষ্টান্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

সোমবার সকালে আইসিটি ভবন নির্মাণ কাজের অগ্রগতি জানতে এসে একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

সকালে ভারতীয় হাইকমিশনার পুলিশ একাডেমিতে পৌঁছালে তাকে সংবর্ধনা দেয়া হয়। পরে তিনি একাডেমির বিভিন্ন ভবনসহ আইসিটি ভবনের স্থান পরিদর্শন করেন।

এর আগে শ্রিংলা একাডেমির পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ একাডেমি আর্ন্তজাতিক মানের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে এসে আমি গর্বিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায়, একাডেমির ভাইস প্রিন্সিপাল আবদুল আল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি বখতিয়ার আলম, লোকমান হাকিম, পুলিশ সুপার (প্রশাসন) আবুল খায়ের প্রমুখ।

একাডেমি সূত্রে জানা গেছে, ছয় মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাডেমির আইসিটি ভবনের উদ্বোধন করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments