সাবেক সাংসদ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের মায়ের ইন্তেকাল

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দেশের ফোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের মা উজালা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মমতাজের পারিবারিক সূত্র এ মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নিয়ে নেওয়া হয়েছিলো। চিকিৎসা শেষে তাকে দেশে আনা হয়।

গত সপ্তাহে মায়ের অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন মানিকগঞ্জ-২ আসনের এই সংসদ সদস্য।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজই উজালা বেগমের দাফন সম্পন্ন হবে। সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন মমতাজ।

মমতাজের বাবা বিখ্যাত বাউল শিল্পী মধু বয়াতী৷ তিনি দুটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন উজালা। মমতাজসহ আরও দুই পুত্রের জন্ম দিয়েছেন উজালা বেগম।