সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজবাহার ইউছুপের পিতার মৃত্যু, শনিবার সকাল ১০টায় জানাযা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডটকম :

সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিজবাহার ইউছুপ ও সাংবাদিক খাঁন মাহমুদের পিতা, পৌর আওয়ামীলীগ সহ সভাপতি মো. ইউছুপ মনোর শ্বশুর আব্দুল হালিম সওদাগর (৭৬) মৃত্যুবরণ করেছেন । (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। শুক্রবার বিকাল ৫টার দিকে তিনি অলিয়াবাদ সাইট্যাংখিল নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকাল ১০টায় টেকনাফ পৌর ইদগাহ ময়দানে মরহুমের নামাজে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, তিনি সপ্তাহ খানেক আগে অসুস্থ্যতা বোধ করলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কিডনী, উচ্চ রক্তচাপ সহ নানা সমস্যা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকের পরামর্শে বাড়িতে নিয়ে আসেন। শুক্রবার বিকালে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এদিকে মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি মহল শোক জ্ঞাপন করেছেন।