সাংবাদিক এইচএন আলমের মায়ের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শোক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য ও দৈনিক হিমছড়ি’র স্টাফ রিপোর্টার এইচএন আলম এর মা ধলু বিবি (৯৩) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং-২৫৭৫)। মঙ্গলবার (১ ফেব্রæয়ারী) এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান সাংবাদিক ইউনিয়নের সভাপতি জিএএম আশেক উল্লাহ, সহসভাপতি এমআর মাহবুব, সাধারণ সম্পাদক এস এম জাফর, যুগ্ম সম্পাদক সারওয়ার সাঈদ ও কোষাধ্যক্ষ ছৈয়দ আলম। বিজ্ঞপ্তিতে তারা বলেন, সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পরিবারের সদস্যরা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে সে জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি। উল্লেখ্য, সাংবাদিক এইচ এন আলম এর মা ধলু বিবি গত রবিবার (৩০ জানুয়ারী) কক্সবাজার সদরের চৌফলদÐী খামারপাড়াস্থ নিজ বাড়িতে শেষ নি:শাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।