সাংগু কোস্টগার্ডের অভিযানে ৯০হাজার ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : সাংগু কোস্টগার্ড জওয়ানেরা আনোয়ারার গহিরা ঘাটকূল ঘাটে বসত-বাড়িতে অভিযান চালিয়ে ৯০হাজার পিস পরিত্যক্ষ ইয়াবা উদ্ধার করেছে।

সুত্র জানায়,গত ২৬ সেপ্টেম্বর রাতে সাঙ্গু কোস্টগার্ড বিসিজি স্টেশন মাদকের চালান মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার গহিরা (ঘাটকুলঘাট) এলাকায় মাদক মওজুদের সংবাদ পেয়ে শুক্কুর নামে এক ব্যক্তির বাড়িতে অভিযানে যায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ঘাটকুলঘাটের দক্ষিণ পাশের প্যারাবনের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরে ঘরে তল্লাশী করে ৯০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে আইনানুগব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক নিশ্চিত করেন।