নিজস্ব প্রতিনিধি :
টেকনাফের বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর কর্মী সভায় নেতৃবৃন্দ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের মানুষকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ঘরহীন মানুষের জন্য জমিসহ ঘর, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ নানা কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। এক সময় বাহারছড়া ইউনিয়নের মানুষ সড়ক না থাকায় জরুরী চিকিৎসা বঞ্চিত ছিল। বর্তমান সরকার মেরিন ড্রাইভ সড়ক বাস্তবায়ন করে এই অঞ্চলের মানুষের আমূল পরিবর্তণ সাধন করেছেন। সরকারের এইসকল উন্নয়ন সহযোগীতা ও উদ্যোগ সাধারন মানুষের কাছে পৌঁছে দিন । পাশাপাশি যারা বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা ভোগ করছেন তারা আওয়ামীলীগের পতাকাতলে সমবেত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। এছাড়া দলীয় নেতাকর্মীদের প্রতি, সরকারের উন্নয়ন ও বিভিন্ন সুযোগ সুবিধার কথা তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিয়ে আগামীতে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে নিরলস কাজ কাজ করার আহবান জানান ।
বাহারছড়া ইউনিয়নের আওতাধীন ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা শুক্রবার বিকালে সাইফুল্লাহ কোম্পানির সভাপতিত্বে দেলোয়ার হোসেন এর পরিচালনায় জাহাজপুড়া বাজারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো: নূরুল বশর, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ, আওয়ামীলীগ নেতা মৌং আজিজ উদ্দিন, এড,মইনুল হোসেন চৌধুরী, তিনটি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ।