সাইফুল ইসলাম:
একটি সমাজে হরেক রকম মতবাদ,হরেক রকম চিন্তা-চেতনা, হরেক রকম জ্ঞানী গুনী আবার কিছু কিছু ভিন্ন চেতনা ও ভিন্ন মতাবলম্বী মানুুষের অবস্হান রয়েছে। এক সময় এদের মধ্যে অনেকে নিজ সমাজ ব্যবস্হাকে সুন্দরভাবে গড়ে তুলতে অবিরাম প্রয়াস চালিয়ে গেছে । কেউ শিক্ষা দীক্ষায় পিছিেয় থাকা সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে, কেউ জনবান্ধব কর্ম দিয়ে,আবার কেউ কেউ নিজ সমাজকে বস্তনিষ্ঠ গঠনমূলক তথ্য উপাত্ত উপস্হাপন মাধ্যমে অবহেলিত ও
অন্ধকারে নিমর্জিত সমাজ ব্যবস্হাকে লিখনির মাধ্যমে ফুটিয়ে তুলে সমাজকে আলোর মুখ ও পথ দেখিয়েছেন।তবে যুগের পরিক্রমায় কিছু শ্রেণির মানুষের কৃতকর্মের কারণে আগের সেই সুন্দর, শৃঙ্খল সমাজ ব্যবস্হা আস্তে আস্তে ভেঙ্গে পড়েছে। ইয়াবা, মানবপাচারের মতো জঘন্য কিছু সমাজ ও রাষ্ট্রররিরোধী ক্রিয়াকলাপের বেড়াজালে অাটকে গেছে বর্তমান সমাজ। এর জন্য কি সমাজ দায়ী, নাকি যারা সমাজকে দায়ী বানিয়েছেন তারা দায়ী। অর্থ অনেকভাবে উপার্জন করা যায়। তবে যে অর্থ সমাজ,রাষ্টবিরোধী কর্ম দিয়ে অর্জিত করা হয়,সে অর্থ দিয়ে সুখ ও শান্তি পাওয়া যায়না। আর সমাজে এ ধরনের অবৈধ উপার্জনকারীদের মনে সবসময় অজানা আতংক বিরাজ করে। তাঁরা জানে তাঁরা কি অপরাধ করছে এবং কি অপরাধের বীজ সমাজে রোপন করছে। কেন অামরা অবৈধ উপার্জনের জন্য আমাদের সুন্দর,সৃষ্টিশীল সমাজকে কলংকৃত করব,কেন আমরা সমাজে অপরাধের বীজ রোপন করব ,কেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অালোর পথ থেকে অন্ধকারে ঠেলে দেব। একটি একটি ইট দিয়ে ইটের গাঁথুনি করে সহজে ইটের দেয়াল তৈরি করা হয় আবার সে ইটের দেয়াল কিন্তু ভাঙ্গা যায় আর যদি সমাজে একটি একটি অপরাধ করতে করতে অপারাধের দেয়াল তৈরি করা হয় তাহলে এ অপরাধের দেয়াল কখনো ভাঙ্গা যায় না। একবার অপরাধী হয়ে গেলে আর বাঁচার পথ থাকে না।তাই সময় থাকতে সংশোধন হয়,নিজে বাঁচি,সমাজকে বাঁচায়,ভবিষ্যৎ প্রজন্মেকে বাঁচায়।
