Wednesday, January 19, 2022
Homeকক্সবাজারসদর উপজেলার জাতীয় পার্টির কমিটি গঠিত-রুহুল আমিন সিকদার আহ্বায়ক-শফি উল্লাহ জিহাদী সদস্য...

সদর উপজেলার জাতীয় পার্টির কমিটি গঠিত-রুহুল আমিন সিকদার আহ্বায়ক-শফি উল্লাহ জিহাদী সদস্য সচিব

প্রেস বিজ্ঞপ্তি :
বহুল প্রতিক্ষিত কক্সবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গতকাল ৮ ফেব্রুয়ারী ২০১৭ অনুমোদিত হয়েছে। উক্ত আহ্বায়ক কমিটিতে ৯১ সদস্য রয়েছে। সদস্যরা হচ্ছেন যথাক্রমে- রুহুল আমিন সিকদার আহ্বায়ক, এড. রেজাউল করিম বাদশা যুগ্ম আহ্বায়ক, সরওয়ার আলম, যুগ্ম আহ্বায়ক, মোঃ আব্দুল্লাহ যুগ্ম আহ্বায়ক, নুরুল ইসলাম ভুট্টো যুগ্ম আহ্বায়ক, মোকাররম বাবুল যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ নবী যুগ্ম আহ্বায়ক, আবদুল মুফিজ বাদশা যুগ্ম আহ্বায়ক, বাবুল কোম্পানী যুগ্ম আহ্বায়ক, মনির আহমদ মেম্বার যুগ্ম আহ্বায়ক, মাওলানা শফিউল্লাহ জিহাদী সদস্য সচিব, সদস্যরা যথাক্রমে- এ.এইচ.এম আবছার, মেহেরুজ্জামান, মিজানুর রহমান, ছুরত আলম, নুরুল ইসলাম ভুট্টো, আবুল কালাম, মোহাম্মদ মামুন, এহছানুল আজিম, সালাহ উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মুজিব, মুফিজ আলম, শাহ আলম, মাওলানা ক্বারী জাফর আলম, দিদারুল আলম সিকদার, এম.ডি সাহেদ নুর চৌধুরী, এন. ইকবাল, তৌহিদুল ইসলাম, ছালামত উল্লাহ, বাবুল, আলতাফুর রহমান পিু, মুফিজুর রহমান, এম.ডি এরশাদ, জানে আলম, ইসলাম হোসেন, মোহাম্মদ কাউসার, সৈয়দ হোসেন, ফরিদুল আলম, ভুট্টো, মিজানুর রহমান, আবুল তালেব, হাফেজ আরিফুর রহমান, মনির আহমদ, আমির হামজা, নজিকর আহমদ কোম্পানী, নুর মোহাম্মদ, সাইফুল, মোঃ সোলতান, মোঃ হাবিব, জসিম উ্িদন, আকবু বকর ছিদ্দিক, মোঃ ওসি উল্লাহ, মোঃ কাসেম, ছৈয় করিম, মোহাম্মদ উল্লাহ, আরমান, মোহাম্মদ নবী, ছৈয়দুর রহমান, মুবিনুল হক, মোহ্মমদ ছৈয়দ, সুলাইমান আলম, নুরুল আলম, সিরাজুল ইসলাম, মোঃ মামুন, আনছারুল্লাহ মেম্বার, রমজান আলী, আবদুল মাবুদ মাহাবুর রহমান (সেলু), নাছির উদ্দিন, মিজানুর রহমান, আলমগীর, রহিম উল্লাহ, খোকন, আলম, শাহ আলম, মাহবুর রহমান মাবু, নবী হোছন, মফিজুর রহমান, রিয়াদ, জাফর আলম, শাহজাহান, আলমগীর, আবদুর রহমান, মোঃ ফোরকান, আবুল হাশেম, মহিলা সদস্যরা হলেন- সেলিনা আকতার, নাসিমা খাতুন, তহাসনিম আকতার, শামীমা আকতার, ঝর্ণা পাল, পুষ্প পাল, রতœা পাল। কমিটি অনুমোদন করেন জেলা জাপার সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments